খেলা ডেস্ক
                        জুলাই ০২, ২০২০
                        
                        ০৮:৩০ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : জুলাই ০২, ২০২০
                        
                        ০৮:৩০ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    অর্থ কেলেঙ্কারির অপরাধে ফিফার সাবেক শীর্ষ কর্মকর্তা মার্কাস কাটনারকে ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে ১০ বছর নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জরিমানা করা হয়েছে ১০ লাখ সুইস ফ্রাঁ।
এক বিবৃতিতে ফিফা জানায়, সাবেক উপমহাসচিব ও ভারপ্রাপ্ত মহাসচিব কাটনারের বিরুদ্ধে স্বার্থের দ্বন্দ্ব ও ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে সংস্থাটির এথিক্স কমিটি। ২০১৬ সালে একই অপরাধে ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারকে ৬ বছর ও সাবেক মহাসচিব জেরোমে ভালকেকে ১২ বছর নিষিদ্ধ করে সংস্থাটির এথিক্স কমিটি।
কাটনারকে সেই বছরই (২০১৬) বরখাস্ত করা হয়েছিল। উল্লেখ্য, ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্রীড়ার সর্বোচ্চ আদালতে আপিল করতে পারবেন কাটানার।
এএন/০৩