খেলা ডেস্ক
জুলাই ০১, ২০২০
০৪:২৯ অপরাহ্ন
আপডেট : জুলাই ০১, ২০২০
০৪:২৯ অপরাহ্ন
পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেসের জোড়া গোলে জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়িার লিগের একমাত্র ম্যাচে তারা ৩-০ গোলে হারিয়েছে ব্রাইটনকে। ম্যাচের ১৬ মিনিটে ম্যাসন গ্রিনউডের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ১৮ বছর বয়সী এই তরুণ এই মৌসুমে ১৩ গোল করলেন। ২৯ মিনিটে পল পগবার কাছ থেকে বল নিয়ে ডি-বক্সের বাইরে থেকে মাপা শটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফার্নান্দেস। দ্বিতীয়ার্ধ শুরুর ৫ মিনিটে গ্রিনউডের উড়িয়ে মারা বলে ডান পা দিয়ে ভলি করে ব্যবধান ৩-০ করেন তিনি।
গত জানুয়ারিতে প্রায় সাড়ে পাঁচ কোটি পাউন্ডের বিনিময়ে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে ইউনাইটেডে যোগ দেন ব্রুনো ফার্নান্দেস। রোনালদোকেও এই ক্লাব থেকেই কিনেছিল 'রেড ডেভিল'রা। ব্রুনো দলে আসার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচ অপরাজিত থাকল ইউনাইটেড। এই ম্যাচগুলোতে তিনি গোল বা গোলে সহায়তা করেছেন ১০ বার। এই সময়ে প্রিমিয়ার লিগের অন্য কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।
এএন/০৬