দিরাই প্রতিনিধি
                        জুন ২৯, ২০২০
                        
                        ০১:৩২ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : জুন ২৯, ২০২০
                        
                        ০১:৩২ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    তরুণ-যুবাদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার নতুন বাগবাড়ী স্পোর্টিং ক্লাবকে জার্সি প্রদান করেছেন সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী মাসুক আহমদ সরদার।
আজ রবিবার (২৮ জুন) দুপুরে ক্লাবের সহ-সভাপতি মির্জা ইসলামের হাতে দলের ১৫ সদস্যের জন্য জার্সি তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আসাদ উল্লা, মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কলম শক্তি ডটকম পরিবারের মোশাহিদ আহমদসহ ক্লাবের সদস্যরা।
এএইচ/আরআর-০৭