ফেড কাপ-ডেভিস কাপ টেনিস স্থগিত

খেলা ডেস্ক


জুন ২৮, ২০২০
১২:৪৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৮, ২০২০
১২:৪৭ পূর্বাহ্ন



ফেড কাপ-ডেভিস কাপ টেনিস স্থগিত

বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে পিছিয়ে গেছে ফেড কাপ ও ডেভিস কাপের মূল পর্ব। দুই টুর্নামেন্টের ফাইনালস হবে যথাক্রমে ২০২১ সালের এপ্রিল ও নভেম্বরে। খবরটি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ)।

স্পেনের রাজধানী মাদ্রিদে ২০২১ সালের ২২-২৮ নভেম্বর ১৮টি দল অংশ নিবে ডেভিস কাপের মূল পর্বে। মূল সূচি অনুযায়ী টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা ছিল ২০২০ সালের ২৬ জুন থেকে। ফেড কাপের ১২ দলের অভিষেক আসর হাঙ্গেরির রাজধানী বুডাপেস্টে হবে ২০২১ সালের ১৩-১৮ এপ্রিল। আসরের মূল সূচি ছিল ২০২০ সালের ১৪-১৯ এপ্রিল পর্যন্ত।

এএন/০৬