কমলগঞ্জ প্রতিনিধি
জুন ২৬, ২০২০
০২:২৯ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৬, ২০২০
০২:২৯ পূর্বাহ্ন
সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণের জন্য বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৪টায় কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে ক্ষতিগ্রস্ত দুস্থ ১০ জনকে ১ বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকা করে ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
কমলগঞ্জের পৌর মেয়র মো. জুয়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক, শিক্ষানুরাগী ও উপজেলা বিআরডিবি'র সাবেক চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল।
আরও উপস্থিত ছিলেন, কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু, অমিত ধর, নুরুল ইসলাম ইলিয়াস, তানিয়া ইসলাম রাখি, কমলগঞ্জ উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর এলাকার অসহায় ও হতদরিদ্র ৫০ জনকে প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসডি/আরআর-১৩