খেলা ডেস্ক
                        জুন ২৫, ২০২০
                        
                        ০৫:৪৫ অপরাহ্ন
                        	
                        আপডেট : জুন ২৫, ২০২০
                        
                        ০৫:৪৫ অপরাহ্ন
                             	
 
                        
             
    অঁতনি মার্সিয়ালের হ্যাটট্রিকে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে শেফিল্ড ইউনাইটেডকে। নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে এই জয় পায় উলে গুনার সুলশারের দল।
প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক পূরণ করেন মার্সিয়াল। নতুন শুরুর পর নিজেদের প্রথম ম্যাচে টটেনহ্যাম হটস্পারের মাঠে ১-১ গোলে ড্র করে প্রিমিয়ার লিগের সফলতম দলটি। সব প্রতিযোগিতা মিলে টানা ১৩ ম্যাচ অপরাজিত রইল ইউনাইটেড। গত নভেম্বরে লিগে প্রথম দেখায় শেফিল্ডের মাঠে ৩-৩ গোলে ড্র করেছিল তারা।
২০১৩ সালের পর দলটির প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করলেন মার্সিয়াল। শেষ পর্যন্ত তিন গোলের ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে স্বাগতিকরা। ৩১ ম্যাচে ১৩ জয় ও ১০ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে আগের মতো পঞ্চম স্থানেই আছে ইউনাইটেড। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শেফিল্ড।
এএন/০৪