খেলা ডেস্ক
                        জুন ২৩, ২০২০
                        
                        ০৫:৩১ অপরাহ্ন
                        	
                        আপডেট : জুন ২৩, ২০২০
                        
                        ০৫:৩১ অপরাহ্ন
                             	
 
                        
             
    ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে গোল উৎসব করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। যদিও এবার শিরোপা হাতছাড়া হওয়া অনেকটা নিশ্চিত করে ফেলেছে দলটি। ইতিহাদ স্টেডিয়ামে সোমবার রাতে ৫-০ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। 
ফিল ফোডেনের নৈপুণ্যে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের শেষ দিকে অল্প সময়ের ব্যবধানে জোড়া গোল করেন মাহরেজ। বিরতির পর দাভিদ সিলভা স্কোরশিটে নাম লেখানোর পর দ্বিতীয় গোলের দেখা পান ফোডেন।
৩০ ম্যাচে ২০ জয় ও তিন ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। প্রায় ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া লিভারপুলের পয়েন্ট ৮৩। বার্নলি ৩৯ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে।
এএন/০৯