খেলা ডেস্ক
                        জুন ২৩, ২০২০
                        
                        ০৫:১৪ অপরাহ্ন
                        	
                        আপডেট : জুন ২৩, ২০২০
                        
                        ০৫:১৪ অপরাহ্ন
                             	
 
                        
             
    সার্বিয়ার ফুটবল ক্লাব রেড স্টার বেলগ্রেডের পাঁচ ফুটবলারের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। ১২ দিন আগে এই ক্লাবের ফুটবলারেরা বেলগ্রেডে একটি ম্যাচ খেলেছিলেন। যেখানে ১৬ হাজার দর্শক উপস্থিত ছিল স্টেডিয়ামে। করোনাভাইরাস অতিমারির রূপ নেওয়ার পরে এত বড় মাপের জমায়েত ইউরোপে কোনও ম্যাচে দেখা যায়নি। চলতি মাসের গোড়া থেকে সার্বিয়া সরকার লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নেয়। খোলা জায়গায় জমায়েতের উপরেও নিষেধাজ্ঞা উঠে যায় সেখানে। অভিযোগ উঠেছে, এই ম্যাচে সুরক্ষাবিধি যথাযথ ভাবে মানা হয়নি। শনিবার মরসুমের শেষ ম্যাচ খেলার পরে রেডস্টার বেলগ্রেড ক্লাব ১০ হাজার সমর্থকের সঙ্গে ঘরোয়া লিগ জয়ের উৎসবে মেতেছিল।
এএন/০৮