কুলাউড়া প্রতিনিধি
জুন ২৩, ২০২০
০৫:৫১ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৩, ২০২০
০৬:১০ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকসহ ২ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে। আর গত ১৮ জুন রাতে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া পৌর শহরের দক্ষিণ বাজারের ব্যবসায়ী ছমির উদ্দিনের (৭০) রিপোর্ট নেগেটিভ এসেছে।
নতুন আক্রান্তরা হলেন- কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবং কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকার আব্দুল বাতেন।
এ নিয়ে কুলাউড়ায় আক্রান্তের সংখ্যা ৬৩ জন। তবে এর মধ্যে ২১ জন সুস্থ হয়েছেন বলে জানা গেছে।
আজ সোমবার (২২ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে কুলাউড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক বলেন, আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।
জেএ/আরআর-১৬