মৌলভীবাজার প্রতিনিধি
জুন ২৩, ২০২০
০১:৫০ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৩, ২০২০
০১:৫০ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলার কুলউড়া ও শ্রীমঙ্গল উপজেলার কিছু এলাকায় লকডাউন চলছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল রবিবার এসব এলাকা করোনা সংক্রমণের অতি ঝুঁকিপূর্ণ এলাকা (রেড জোন) হিসেবে চিহ্নিত করে ২১ দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে।
এলাকাগুলো হলো- কুলাউড়া পৌরসভার মাগুরা-মনসুর ও বড়মচাল ইউনিয়নের নন্দনগর। অপর দিকে, শ্রীমঙ্গল পৌরসভার কালীঘাট সড়কের আধা কিলোমিটার এলাকা রেড জোন চিহ্নিত করে লকডাউন করা হয়েছে।
এসব এলাকায় ফার্মেসি ও নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ ছাড়াও লকডাউন এলাকায় কৃষিপণ্য বহনকারী ব্যতিত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ওই সব এলাকায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির সহায়তায় অতি দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে চাল ও নগদ অর্থ প্রদান করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী অফিসার।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৯৭ জন। রিপোর্টের অপেক্ষায় রয়েছেন সাড়ে ৮শ মানুষ। মোট সুস্থ হয়েছেন ১১৮ জন। করোনায় মৃত্যুবরণ করেছেন ৪ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের।
এসএইচ/এনপি-০৭