শ্রীমঙ্গল প্রতিনিধি
জুন ২৩, ২০২০
০১:৪৩ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৩, ২০২০
০২:১৭ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইছবপুর এলাকায় কুমিল্লা টান্সপোর্টের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ইছবপুর এলাকার টমটম চালক সুমন দেবের মেয়ে চৈতী দেব (১০) রাস্তা পারাপারের সময় সিলেট থেকে দ্রুতগতিতে আসা কুমিল্লাগামী বাসের চাপায় পিষ্ট হয়ে যায়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়ক আধাঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয় লোকজন। পরে ৯৯৯ এ কল করলে শ্রীমঙ্গল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে সড়কের অবরোধ তুলে নেয় এলাকাবাসী ।
জিকে/এনপি-০৬