কুলাউড়ায় ক্ষতিগ্রস্ত পশুর হাট, ক্ষতিপূরণ চেয়ে আবেদন

কুলাউড়া প্রতিনিধি


জুন ২২, ২০২০
০২:০৩ পূর্বাহ্ন


আপডেট : জুন ২২, ২০২০
০২:০৩ পূর্বাহ্ন



কুলাউড়ায় ক্ষতিগ্রস্ত পশুর হাট, ক্ষতিপূরণ চেয়ে আবেদন

করোনাভাইরাস প্রতিরোধে সরকারি ঘোষণা মোতাবেক মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মনবাজার পশুর হাট প্রায় তিন মাস বন্ধ থাকায় বিশাল ক্ষতির সম্মুখিন এর ইজারাদার। গত ১৮ জুন ক্ষতিপূরণ চেয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) বরাবরে একটি লিখিত আবেদন করেছেন হাটের ইজারাদার নাহিদ হোসেন।

আবেদন সূত্রে জানা যায়, বৈশ্বিক করোনাভাইরাস মহামারির বিপর্যয়ের কারণে জনগণের স্বাস্থ্য ঝুঁকির দিক বিবেচনায় সরকারি নির্দেশনা মোতাবেক ব্রাহ্মনবাজারের সাপ্তাহিক হাট লকডাউনের শুরু থেকেই বন্ধ করে দেওয়া হয়। যার কারণে ১৪২৬ বাংলা সনের ৪ সপ্তাহ এবং ১৪২৭ বাংলা সনের ৮ সপ্তাহ বাজারের সাপ্তাহিক হাট একবারে বন্ধ ছিল। পরবর্তীতে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে সীমিত আকারে সামাজিক দূরত্ব বজায় রেখে হাট আবার চালুর নির্দেশনা এলে গত দুই সপ্তাহ ইজারাদার পরীক্ষামূলক পশুর হাট চালু করলেও করোনাভাইরাসের কারণে বাজারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি একবারে কম থাকায় টোল স্বল্প পরিমাণে আদায় হয়েছে।

পশুর হাট প্রায় ৩ মাস বন্ধ থাকার কারণে আর্থিক ক্ষতিপূরণ চেয়ে বাজারের ইজারাদার নাহিদ হোসেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিনের বরাবরে লিখিত আবেদন করেছেন।

নাহিদ হোসেন জানান, এই পশুর হাট একবছরের জন্য ইজারা নেওয়ার সময় এককালীন টাকা সরাকারি কোষাগারে জমা দিয়ে হাটের ইজারা আনতে হয়েছে। কিন্তু ১২ সপ্তাহ এই হাট বন্ধ থাকায় ইজারাদাররা মোটা অংকের টাকা ক্ষতির সমুখীন হতে হয়েছে। তাই তারা এই ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছেন। দ্রুত ক্ষতিপূরণ পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন তিনি।

 

জেএইচ/আরআর-০৯