খেলা ডেস্ক
জুন ২২, ২০২০
০১:০৯ পূর্বাহ্ন
আপডেট : জুন ২২, ২০২০
০১:০৯ পূর্বাহ্ন
লকডাউনের পর মাঠে ফিরেই যেন হারের বৃত্তে আটকে গেছে আর্সেনাল। কিছুতেই যে জয়ের দেখা পাচ্ছে না লন্ডনের ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রত্যাবর্তনের ম্যাচেই তারা ৩-০ গোলে উড়ে যায় ম্যানচেস্টার সিটির কাছে। শনিবার রাতে গানার শিবির ২-১ গোলে হার মানল ব্রাইটন ও হোভ অ্যালবিয়নের কাছে।
৬৮তম মিনিটে নিকোলাস পেপের গোলে অবশ্য লিড নিয়ে ছিল অতিথি আর্সেনালই। কিন্তু ৭৫তম মিনিটে স্বাগতিক ব্রাইটনকে সমতায় ফেরান লুইস ডাঙ্ক। ইনজুরি টাইমে (৯০+৫ মিনিটে) ব্রাইটনকে নাটকীয়ভাবে জয়সূচক গোল উপহার দেন নিল মাউপে। ৩০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে আর্সেনাল। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে এখন ব্রাইটন। দিনের অপর ম্যাচে ক্রেস্টল প্লেস ২-০ গোলে বাউর্নমাউথকে হারিয়েছে।
এএন/০৪