বড়লেখা প্রতিনিধি
জুন ২০, ২০২০
০৬:২৭ অপরাহ্ন
আপডেট : জুন ২০, ২০২০
০৬:২৭ অপরাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় নতুন করে আরও ২ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফার্মাসিস্ট (৩২) এবং একটি ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির (৩২)। তাদের একজনের বাড়ি পৌরসভার হাটবন্দ এলাকায় এবং অপরজনের বাড়ি পাখিয়ালা এলাকায়।
আজ শনিবার (২০ জুন) বিকেলে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। এর মধ্যে ৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
বিষয়টি নিশ্চিত করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, তাদের দু'জনের মধ্যে করোনার উপসর্গ জ্বর-কাশি ছিল। গত ১৭ জুন তাদের নমুনা সংগ্রহ পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। তারা দু'জনই সুস্থ আছেন।
এজে/আরআর-০৯