খেলা ডেস্ক
জুন ২০, ২০২০
০৫:০৬ পূর্বাহ্ন
আপডেট : জুন ২০, ২০২০
০৫:০৬ পূর্বাহ্ন
প্রাণঘাতী করোনা ভাইরাসের ছোবলে বিপর্যস্ত হয়ে পড়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। মারা গেছে ৫০ হাজারের কাছাকাছি মানুষ। এই ভয়াবহ পরিস্থিতির মাঝেই আবার শুরু হয়েছে ফুটবল লিগ! বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ফাঁকা গ্যালারিতে চলছে কারিয়োকা চ্যাম্পিয়নশিপের ম্যাচ। ফুটবল ফেরানোর এই সিদ্ধান্তের প্রবল সমালোচনা করেছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো।
চলমান পরিস্থিতিতে ফুটবল ফেরানোর সিদ্ধান্তের সমালোচনা করেছে দেশটির শীর্ষ দুই ক্লাব ফ্লুমিনেন্স ও বোটাফোগো। রোনালদোও তাদের সঙ্গে একমত পোষণ করে বলেন, 'দেশের বর্তমান পরিস্থিতিতে কারিয়োকা ফুটবল ও ব্রাজিলিয়ান ফুটবল ফেরানোর বিপক্ষে আমি। ইউরোপের অন্যান্য দেশের উদাহরণ অনুসরণ করতে চাইছে ব্রাজিল, কিন্তু মহামারীর কথা বিবেচনায় নিচ্ছে না।'
বিশ্বের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পর করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে ব্রাজিলে। বৃহস্পতিবার (১৮ জুন) এক দিনে মৃত্যু হয় এক হাজার ২৩৮ জনের। কিছুদিন আগে মাঠে ফিরেছে স্প্যানিশ লা লিগা। তবে সব দেশের পরিস্থিতি এক মনে করেন না রোনালদো, 'স্পেনে চ্যাম্পিয়নশিপ তখনই শুরু হয়েছে, যখন শহর ও সমাজের পরিবেশ নিরাপদ হয়েছে, ভাইরাসে আক্রান্তদের সংখ্যা কমতে শুরু করেছে। আমি মনে করি, ব্রাজিল এখনও সংক্রমণের চূড়ায় আছে, এই সময়ে ফুটবল ফেরানোর সিদ্ধান্ত ভুল।'
এএন/১১