গোলাপগঞ্জে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজন আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুন ২০, ২০২০
১২:২১ পূর্বাহ্ন


আপডেট : জুন ২০, ২০২০
১২:২১ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজন আটক

সিলেটের গোলাপগঞ্জে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগে আসামীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে কামিল আহমদকে (২০) আটক করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সে উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দক্ষিণ বারকোট গ্রামের সুলেমান ড্রাইভারের ছেলে। 

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিকটিমের পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, আসামী কামিল আহমদ ভিকটিম শিশুর পাশের বাড়ির বাসিন্দা হওয়ার সুবাধে ভিকটিমের পরিবারের লোকজনের অগোচরে গত ১২ ও ১৫ জুন দ্বিতীয় শ্রেণি পড়ুয়া ওই শিশুকে জিম্মি করে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের বিষয়ে পরিবারের কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায় কামিল। পরে ভিকটিম শিশু ঘটনার কথা তার পরিবারকে জানালে এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদি হয়ে কামিল আহমদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বর্তমানে শিশুটি সিলেটওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (ওসিসি) তে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার  ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবুল কাশেম বলেন, অভিযুক্ত কামিলকে আটক করা হয়েছে। 

বিএ-০৭