বড়লেখা প্রতিনিধি
জুন ১৯, ২০২০
০৪:১৪ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৯, ২০২০
০৪:১৪ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখা থেকে গর্ভাবস্থায় সন্তান হত্যা মামলার প্রধান আসামি রিমন আহমদকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৭ জুন) দিবাগত রাতে উপজেলার শাহবাজপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া রিমন আহমেদ সিলেটের কানাইঘাট উপজেলার ডাউকেরগুল গ্রামের মৃত ফয়েজ আহমদের ছেলে।
র্যাব জানায়, রিমন আহমদের বিরুদ্ধে গর্ভাবস্থায় শিশু হত্যার ঘটনায় গত ১২ জুন কানাইঘাট থানায় একটি মামলা (নং ৮/১৪৪) দায়ের করা হয়। মামলা রুজুর পর থেকেই রিমন পলাতক ছিলেন। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর উপ-পরিচালক মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে একটি আভিযানিক দল বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে রিমন আহমদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর রিমনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এজে/আরআর-০৭