নিজস্ব প্রতিবেদক
জুন ১৬, ২০২০
১০:৪৪ অপরাহ্ন
আপডেট : জুন ১৬, ২০২০
১০:৪৪ অপরাহ্ন
মৌলভীবাজারে আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক ও নার্স আছেন।
আজ মঙ্গলবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারে সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।
তিনি সিলেট মিররকে বলেন, 'জেলায় নতুন করে আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্স আছেন।'
তিনি আরও বলেন, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫ জন, রাজনগরে ৩ জন, কুলাউড়ায় ১৩ জন, বড়লেখায় ২ জন ও কমলগঞ্জে ১ জন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২১৫ জন, সুস্থ হয়েছেন ৭৫ জন এবং মারা গেছেন ৪ জন।
এনএইচ/বিএ-০২