শ্রীমঙ্গল প্রতিনিধি
জুন ১৬, ২০২০
০৭:১৫ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৬, ২০২০
০৭:১৫ পূর্বাহ্ন
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৮টি এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। রবিবার (১৪ জুন) সিভিল সার্জন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলাজুড়ে রেড, ইয়েলো ও গ্রিন জোন এলাকা ঘোষণা করা হয়। এর মধ্যে শ্রীমঙ্গল শহরের ৮টি এলাকা রেড, ৩টি এলাকা ইয়েলো ও ৫টি এলাকাকে গ্রিন জোন ঘোষণা করা হয়।
রেড জোন এলাকাগুলোর মধ্যে রয়েছে শহরের ক্যাথলিক মিশন রোড, রূপসপুর, সবুজবাগ, মুসলিমবাগ, লালবাগ, বিরাহিমপুর, কালিঘাট রোড ও শ্যামলী আবাসিক এলাকা। এছাড়া কালাপুর, আশিদ্রোন, কালিঘাট ইউনিয়ন এলাকা ইয়েলো এবং মির্জাপুর, সিন্দুরখান, রাজঘাট ও সাতগাঁও ইউনিয়নকে গ্রিন জোন ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীমঙ্গল শহরের ৮টি রেড জোনের মধ্যে ক্যাথলিক মিশন রোড, রূপসপুর, সবুজবাগ, মুসলিমবাগ, লালবাগ ও বিরাহিমপুর এই ৬টি এলাকার জনসংখ্যার অনুপাতে করোনা সংক্রমণের হার ১০.৮ হলেও কালিঘাট রোড ও শ্যামলী আবাসিক এলাকায় এই হার ৩১.৮ ভাগ।
এদিকে জোন কার্যকরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
জিকে/আরআর-১৮