বড়লেখা প্রতিনিধি
জুন ১৪, ২০২০
০৪:৪৯ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৪, ২০২০
০৫:১১ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। তাদের মধ্যে করোনামুক্ত হয়েছেন ৬ জন।
নতুন শনাক্ত হওয়া দুইজনই পুরুষ। তাদের একজনের (৪৫) বাড়ি বড়লেখা পৌরশহরের উত্তরবাজার এলাকায়। অপরজনের (১৮) বাড়ি উপজেলার জফরপুর এলাকায়।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস আজ শনিবার (১৩ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৪ জুন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে করোনার বিভিন্ন উপসর্গ ছিল। আজ (শনিবার) তাদের নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে। তবে দুইজনই বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।
এজে/আরআর-০৮