শ্রীমঙ্গল প্রতিনিধি
জুন ১৪, ২০২০
০৩:৩১ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৪, ২০২০
০৩:৩১ পূর্বাহ্ন
কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
সাংসদ আব্দুস শহীদ তাঁর শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। শোকবার্তায় তিনি বলেন, মোহাম্মদ নাসিম ছিলেন এক বর্ণাঢ্য রাজনৈতিক নেতা। তিনি আজীবন দেশ ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি হারিয়েছে একজন রাজনৈতিক অভিভাবককে। এ অভাব কিছুতেই পূরণ হওয়ার নয়। বাঙালি জাতি তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে আজীবন।
জিকে/আরআর-০৪