কুলাউড়া প্রতিনিধি
জুন ১২, ২০২০
১২:২৯ পূর্বাহ্ন
আপডেট : জুন ১২, ২০২০
০১:৩০ পূর্বাহ্ন
কুলাউড়া উপজেলায় আরও ১২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (১০ জুন) মধ্য রাতে তাঁদের করোনা পরীক্ষার নমুনায় পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র নিশ্চিত করে।
কুলাউড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল হক বলেন, কুলাউড়া নতুন করে আরও ১২ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। গত ২ জুন নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য পাঠালে ১০ জুন রাতে রিপোর্ট পাই।
নুতন আক্রান্ত ১২ জনের মধ্যে কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকার ৭ জন এবং বরমচাল ইউনিয়নের নন্দননগর এলাকার ৫ জন।
এনিয়ে কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। এরমধ্যে ৮ জন করোনামুক্ত হয়েছেন বলে হাসপাতালসুত্রে জানা গেছে। তাঁদের ১২ জনের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়েছে।
জেএইচজেড/বিএ-১৮