সিলেট মিরর ডেস্ক
জুন ০৫, ২০২০
১০:৩২ অপরাহ্ন
আপডেট : জুন ০৫, ২০২০
১০:৩২ অপরাহ্ন
পরিবহন খাতে মালিক ও শ্রমিক সংগঠনের নামে ‘অবৈধ চাঁদাবাজি’ বন্ধে মতৈক্যে পৌঁছেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা।
বৃহ্স্পতিবার (৪ জুন) পুলিশ সদরদপ্তরে পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে পুলিশ মহাপরির্শক বেনজীর আহমেদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ প্রধান বেনজীর আহমেদের সঙ্গে বৈঠকে সড়কে চাঁদাবাজি বন্ধে কাজ করতে সম্মতি দিয়েছেন পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা। “পরিবহন খাতে মালিক ও শ্রমিক সংগঠনের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধে ঐক্যমত পোষণ করেছেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।
“সভায় অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি না চালানো, মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ রাখা, যে কোনো মূল্যে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি বিষয়েও আলোচনা হয়।”
সড়কে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক-শ্রমিক সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান আইজিপি। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
সভায় সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাজাহান খান, সহ-সভাপতি সাদেকুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক মো. ওসমান আলী, অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও শ্রমিক নেতারা সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২ জুন) সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে শ্রমিক কল্যাণ তহবিলের নামে আদায়কৃত কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভ করে সাধারণ শ্রমিকরা। এসময় দক্ষিণ সুরমায় কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দুই পক্ষের মধ্য ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন অন্তত ২০ জন শ্রমিক। ভাঙচুর করা হয় গাড়ি।
জেএসএস/বিএ-০৬