খেলা ডেস্ক
                        মে ৩১, ২০২০
                        
                        ০১:১৯ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : মে ৩১, ২০২০
                        
                        ০১:১৯ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ‘ফিফা-২১’ নামে একটি অনলাইন গেম চালু করতে যাচ্ছে। সেই গেমে থাকবে ফুটবল খেলুড়ে বিভিন্ন দেশের জাতীয় দলের জার্সি সংবলিত ফুটবলারদের প্রতিকৃতি।
‘ফিফা-২১’ গেমখেলার জন্য আপনি কোনো দেশের জাতীয় দলকে পছন্দ করবেন? এমন প্রশ্নে ভোট দিয়েছেন ৫৭ হাজার ২৬৯ জন। অবাক হলেও সত্যি যে, ৫৪ দেশের মধ্যে ২২ হাজার ৯১২ ভোটারের পছন্দ বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৪০ ভাগ ভোট পেয়ে সবাইকে ছাড়িয়ে এগিয়ে রয়েছে লাল-সবুজের দেশ।
২১ ভাগ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে হন্ডুরাস। কোস্টারিকা আট ভাগ ভোট এবং ক্রোয়েশিয়া মাত্র দুই ভাগ ভোট পেয়েছে।
এএন/০৭