করোনায় মৃত্যুবরণকারী ব্রাদারকে মানিকপীর কবরস্থানে দাফন

নিজস্ব প্রতিবেদক


মে ৩০, ২০২০
১০:৩৪ অপরাহ্ন


আপডেট : মে ৩০, ২০২০
১০:৩৪ অপরাহ্ন



করোনায় মৃত্যুবরণকারী ব্রাদারকে মানিকপীর কবরস্থানে দাফন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ব্রাদার (নার্স) রুহুল আমিনের দাফন হয়েছে নগরের মানিকপীর টিলায়। আজ শনিবার (৩১ মে) সকাল পৌনে ১১টায় তাঁর দাফন সম্পন্ন হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র। সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, প্রশাসন ও সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এবং ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন সম্পন্ন হয়।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত শামসুদ্দিন হাসপাতালের নার্সিং কর্মকর্তা রুহুল আমিন শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন আবস্থায় গতকাল শুক্রবার (২৯ মে) রাত সোয়া দশটার দিকে মৃত্যুবরণ করেন। 

এনএইচ/এনপি-০৬