জগন্নাথপুরে ঈদের সকালে ইমামকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

জগন্নাথপুর প্রতিনিধি


মে ২৬, ২০২০
০৩:৩৫ পূর্বাহ্ন


আপডেট : মে ২৬, ২০২০
০৩:৩৮ পূর্বাহ্ন



জগন্নাথপুরে ঈদের সকালে ইমামকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
আটক ১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মসজিদের ইমামকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর দক্ষিণ পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুই জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় পুলিশ উভয়পক্ষের ১৭ জনকে আটক করেছে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আজ সোমবার (২৫ মে) সকালে ঈদের জামাত শেষে কুবাজপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম নাজমুল ইসলামকে মসজিদে রাখা না রাখা নিয়ে গ্রামের আরাফাত মিয়া ও সুহেল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। আরাফাত মিয়া ইমাম নাজমুল ইসলামকে মসজিদে রাখার পক্ষে অবস্থান নেন এবং সুহেল মিয়া ইমামকে মসজিদে না রাখার পক্ষে অবস্থান নেন। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। তাদের মধ্যে নুরুল আমীন (৫৫) ও দিলোয়ার হোসেন (৪০) কে সিলেট এম এ আজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপরা আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এঘটনায় পুলিশ ঘটনাস্হল থেকে ১৭ জনকে আটক করেছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মসজিদের ইমাকে কেন্দ্র করে গ্রামের দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আরাফাত মিয়ার পক্ষের ১০ জন ও সুহেল মিয়ার পক্ষের ৭ জনকে আটক করা হয়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

এএ/বিএ-০১