ছাতক প্রতিনিধি
                        মে ২৪, ২০২০
                        
                        ০৭:১২ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : মে ২৪, ২০২০
                        
                        ০৭:১২ পূর্বাহ্ন
                             	
                        
            
    সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, মুজিব কোট শুধু একটি পোশাক নয়, এটি একটি আবেগ, আমাদের চেতনার অংশ। এই পোশাক পরা মানুষগুলোকে পরিচয় করিয়ে দিতে হয় না। পোশাকই তাঁদের পরিচয় দিয়ে দেয়। তাঁরা আওয়ামী লীগ, তাঁরা মহান মুক্তিযুদ্ধের চেতনা লালন কারী মানুষ। এই পোশাকটি পরতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। যাঁরা তাঁর চেতনা ও আদর্শ লালন করেন, তারাই এ পোশাকের মর্যাদা বুঝতে পারেন, তাঁদের গায়েই এ পোশাক বেশি মানায়। বীর মুক্তিযোদ্ধাদের গায়েই এ পোশাক বেশি মানায়। কারণ জাতির জনকের আহ্বানে জীবন বাজি রেখে তাঁরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা মুজিববর্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের এ উপহার দিয়েছেন।
আজ শনিবার (২৩ মে) দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে মুজিব কোট ও চাদর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মাঝে মুজিব কোট ও মাস্ক এবং তাদের পরিবারের মাঝে চাদর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মুহিবুর রহমান মানিক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়ে থাকেন। দেশের বর্তমান করোনা মহামারিতেও মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা নিয়মিত রেখেছে সরকার। মুজিব জন্মশতবার্ষিকীতে দেশের সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের হাতে মুজিব কোট তুলে দিতে পারায় আমি নিজেকে গর্বিত মনে করছি।
মুজিবকোট ও চাদর বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তী, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, উপজেলা আওয়ামী লীগের নেতা আফজল হোসেন প্রমুখ।
এমএ/আরআর-০২