দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
মে ২৩, ২০২০
০৭:১৮ পূর্বাহ্ন
আপডেট : মে ২৩, ২০২০
০৭:১৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের মধ্যে মুজিব কোট ও লাল-সবুজ চাদর বিতরণ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
আজ শুক্রবার (২২ মে) সকাল ১১টায় পরিকল্পনামন্ত্রীর হিজল বাসভবনে মুন্সী আরফান আলী বৈঠকখানায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের মধ্যে মুজিব কোট ও লাল-সবুজ চাদর বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, দক্ষিণ সুনাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, মুক্তিযোদ্ধা সফিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসএস/আরআর-০৪