নিজস্ব প্রতিবেদক
মে ২০, ২০২০
০৮:৫১ পূর্বাহ্ন
আপডেট : মে ২০, ২০২০
০৮:৫১ পূর্বাহ্ন
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে জ্বর, কাশি, সর্দি নিয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি সিলেটের মোগলাবাজার এলাকায়। আজ মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা সাতটায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. জন্মেজয় দত্ত।
তিনি বলেন, ‘আজ সন্ধ্যায় জ্বর, কাশি, সর্দি নিয়ে সিলেটের মোগলাবাজার এলাকার একজনের মৃত্যু হয়েছে। মৃতের বয়স ৫০ বছর। মৃতের নমুনা সংগ্রহ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এনএইচ-০৩/বিএ-২৩