জকিগঞ্জ প্রতিনিধি
মে ১৬, ২০২০
০৩:৪১ পূর্বাহ্ন
আপডেট : মে ১৬, ২০২০
০৩:৪২ পূর্বাহ্ন
সিলেটের জকিগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে শুক্রবার দুপুরের দিকে এক নিরাপত্তা কর্মী মারা গেছেন। তিনি উপজেলার সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজল গ্রামের মৃত মাস্টার ইসহাক আলীর পুত্র সামসুল ইসলাম সামুল (৪৮)।
সামসুল সিলেট শহরে একটি সিকিউরিটি কোম্পানিতে কাজ করতেন। মৃত ব্যক্তির ভাই মুকুল আহমদ জানিয়েছেন নিহত সামুল এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। তার ডায়াবেটিসও ছিল। অসুস্থ অবস্থায় গত তিনদিন আগে সিলেট থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ জানান, ঐ ব্যক্তির দাফনকার্য সম্পন্ন করতে সেচ্ছাসেবী টিমকে সুরক্ষা সামগ্রী দিয়ে পাঠানো হয়েছে। তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল আসলে বিস্তারিত জানা যাবে।
এএইচটি/বিএ-১৪