কোরআন প্রতিযোগিতার সেরা দশে তাহিরপুরের রায়হান

তাহিরপুর প্রতিনিধি


মে ১৫, ২০২০
০৯:৪৮ পূর্বাহ্ন


আপডেট : মে ১৫, ২০২০
০৯:৪৮ পূর্বাহ্ন



কোরআন প্রতিযোগিতার সেরা দশে তাহিরপুরের রায়হান

পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নিয়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাফেজ মুহাম্মদ রায়হানুল ইসলাম।

বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে প্রচারিত হিফজুল কোরআনভিত্তিক জাতীয় পর্যায়ের রিয়েলিটি শো 'পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে'র এবারের বাছাইপর্বে তৃতীয় ও চতুর্থ রাউন্ডে পর পর দুইবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা দশে স্থান করে নেয় সে।

হাফেজ রায়হান ঢাকা রওজাতুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার একজন মেধাবী শিক্ষার্থী।

জানা যায়, রায়হান তাহিরপুর উপজেলার বড়দল (দক্ষিণ) ইউনিয়নের বড়দল গ্রামের মৌলভী ক্বারী ফখর উদ্দিনের ছেলে এবং শ্রীপুর (উত্তর) ইউনিয়নের গোলকপুর গ্রামের বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মরহুম ছমির উদ্দিনের নাতি। নানার বাড়িতেই জন্ম ও বেড়ে ওঠা আলোকিত সন্তান রায়হানের বাবা মৌলভী ক্বারী ফখর উদ্দিন সুনামগঞ্জ সদর হাসপাতাল মসজিদের ইমাম। তার বড় ভাই মুহাইমিনুল ইসলাম ও ছোট ভাই মুহসিনুল ইসলামও মহাগ্রন্থ আল কোরআনের হাফেজ। হাফেজ রায়হান বর্তমানে মা-বাবার সঙ্গে সুনামগঞ্জ শহরের হাছননগরের বাসায় থাকে। রায়হানের উজ্জ্বল ভবিষ্যত কামনায় তার পরিবার সুনামগঞ্জবাসীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

 

এএইচ/আরআর