সিলেট মহানগর পুলিশের সদস্য করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক


মে ১৫, ২০২০
০১:৩৭ পূর্বাহ্ন


আপডেট : মে ১৫, ২০২০
০৩:০৫ পূর্বাহ্ন



সিলেট মহানগর পুলিশের সদস্য করোনা আক্রান্ত

সিলেট মহানগর পুলিশের এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি কিছুদিন ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। করোনাভাইরাস আক্রান্ত বলে সন্দেহ হওয়ায় তিনি নমুনা পরীক্ষা করাতে দেন। গতকাল বুধবার (১৩ মে) তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সিলেট মহানগর পুলিশের এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার ওই পুলিশ সদস্যের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আমাদের জানানো হয়। তিনি আইসোলেশন রয়েছেন এবং বর্তমানে সুস্থ রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘করোনা আক্রান্ত পুলিশ সদস্যের সংস্পর্শে আসা অন্যদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।’

এনএইচ-০১/এনপি-২১