মফিজ উদ্দিন আহমেদ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি

সিলেট মিরর ডেস্ক


মে ১৫, ২০২০
১২:৩০ পূর্বাহ্ন


আপডেট : মে ১৫, ২০২০
১২:৩৫ পূর্বাহ্ন



মফিজ উদ্দিন আহমেদ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন আহমেদকে সিলেট রেঞ্জের ডিআইজি নিযুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেট রেঞ্জের ডিআইজি নিযুক্ত করা হয়। 

একই প্রজ্ঞাপনে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপার (এসপি) পদে আরও চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপন থেকে জানা গেছে, উপ-কমিশনার মাসুদুর রহমানকে পুলিশ সদর দপ্তরের এআইজি, মোহাম্মদ হারুন অর রশীদকে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি), ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানকে মেহেরপুরের পুলিশ সুপার এবং মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলিকে ফরিদপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এনপি-১৮