সিলেট মিরর ডেস্ক
মে ১৪, ২০২০
০৩:২৬ পূর্বাহ্ন
আপডেট : মে ১৪, ২০২০
০৩:৩৩ পূর্বাহ্ন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবহৃত টিকিট আগামী বছরের মার্চের মধ্যে যেকোনো দিনে ভ্রমণ করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ।
বুধবার (১৩ মে) বাংলাদেশ বিমানের ডিজিএম তাহেরা খন্দকার একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ বিমানের এই কর্মকর্তা জানান, প্রায় দেড়মাস ধরে বন্ধ আছে দেশের সব বিমানবন্দর একই সাথে বন্ধ আছে সব ধরনের বিমান চলাচল। ফলে বাংলাদেশ বিমানের টিকিট কিনে রাখা যাত্রীদের ইচ্ছা থাকলেও গন্তব্যে পৌঁছাতে পারেননি। তাদের জন্য এই বিশেষ অফার এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
তাহেরা খন্দকার আরও জানান, কোভিড-১৯ এর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবহৃত টিকিটে যাত্রীগণ আগামী ১৪মার্চ, ২০২১ পর্যন্ত কোনো প্রকার চার্জ ছাড়া ভ্রমণ করতে পারবেন। কেউ যদি আর টিকেটটি ব্যবহার না করতে চায়, সেক্ষেত্রে তিনি এ সময়ের মধ্যে টিকেটের সম্পূর্ণ মূল্য ফেরত নিতেও পারবেন।
জেএসএস-০১/বিএ-১৪