বিয়ানীবাজারে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিয়ানীবাজার প্রতিনিধি


মে ১৪, ২০২০
০২:৫০ পূর্বাহ্ন


আপডেট : মে ১৪, ২০২০
০২:৫০ পূর্বাহ্ন



বিয়ানীবাজারে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

২০ মিনিট স্থায়ী কালবৈশাখী ঝড়ে বিয়ানীবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজারো গাছ উপড়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে। পল্লী বিদ্যুত লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার সকাল ১১টায় বিয়ানীবাজারে এ কাল বৈশাখী ঝড় বয়ে যায়।

জানা যায়, বুধবার সকাল ১১ টার দিকে হঠাৎ করে বিয়ানীবাজার উপজেলার  উপর দিয়ে প্রচন্ড কালবৈশাখী ঝড় শুরু হয়। ২০ মিনিট স্থায়ী ঝড়ে পৌরসভার কসবা গ্রামের শত বছরের পূরাতন গাছ পড়ে যায়। উপজেলার কুড়ার বাজারে বেশ কয়েকটি দোকানের টিন উড়িয়ে নিয়ে যায়। 

অপর দিকে ঝড়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে অধর্শতাধিক পাকা, আধা পাকা ঘর বিধ্বস্ত হয়েছে। 

ঝড়ে প্রধান সড়কসহ সব অভ্যন্তরিন ও গ্রামীন সড়কে গাছ ও বাঁশ ভেঙ্গে পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া উপজেলার শতাধিক স্থানে পল্লীবিদ্যুতের সঞ্চালন ও সরবরাহ লাইনের খুঁটি ভেঙ্গে পড়েছে এবং লাইন ছিড়ে গেছে। এর ফলে পুরো উপজেলা বিদুৎ বিচ্ছিন্ন রয়েছে।

পল্লীবিদ্যুৎ ডিজিএম অভিলাশ চন্দ্র পাল বলেন, ঝড়ে লন্ডবন্ড অবস্থা। প্রধান সঞ্চালন লাইনসহ সব পর্যায়ের সরবরাহ লাইন ছিড়ে গেছে। অনেক জায়গায় খুঁটি ভেঙ্গে পড়েছে। সব এলাকায় বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পাচ্ছি। আমাদের প্রকৌশলী থেকে সব পর্যায়ের দায়িত্বশীলরা সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে কাজ শুরু করেছেন।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কমকর্তা মৌসুমী মাহবুব বলেন, এখন ঝড়ের সময়। উপজেলাজুড়ে ঝড়ের কারণে ক্ষয়ক্ষতির সংবাদ এসেছে। পুরো খবর আসার পর বোঝা যাবে ক্ষয়ক্ষতির পরিমান।

পিএ/বিএ-১০