করোনায় দেশে আরও এক চিকিৎসকের মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


মে ১৪, ২০২০
০২:৩৪ পূর্বাহ্ন


আপডেট : মে ১৪, ২০২০
০২:৩৪ পূর্বাহ্ন



করোনায় দেশে আরও এক চিকিৎসকের মৃত্যু

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ডা. আবুল মোকারিম। এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত তিনজন চিকিৎসক মৃত্যুবরণ করলেন।

গতকাল মঙ্গলবার (১২ মে) রাত ১১টা ২০ মিনিটে ডা. আবুল মোকারিম মারা যান বলে নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজের (এফডিএসআর) মহাসচিব ডা. আবদুল্লাহ আল মামুন।

তিনি জানান, ডা. আবুল মোকারিম ইবনেসিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ছিলেন । কিছুদিন আগে তিনি কোভিড-১৯ আক্রান্ত হন এবং সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।কোভিড-১৯ এ এখন পর্যন্ত আমরা তিনজন চিকিৎসককে হারালাম।

এর আগে গত ১৫ এপ্রিল সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীনের মৃত্যু হয় করোনাভাইরাসে।

এরপর গত ৩ মে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপক কর্নেল (অব.) মো. মনিরুজ্জামানও একই কারণে মারা যান।

এনএইচ/ বিএ-০৯