লকডাউন বাড়ছে কিনা সিদ্ধান্ত কাল

সিলেট মিরর ডেস্ক


মে ১৪, ২০২০
০১:০২ পূর্বাহ্ন


আপডেট : মে ১৪, ২০২০
০১:০২ পূর্বাহ্ন



লকডাউন বাড়ছে কিনা সিদ্ধান্ত কাল

করোনাভাইরাস মহামারীর মধ্যে অফিস-আদালত বন্ধ রেখে ঘরে থাকার মেয়াদ ১৬ মের পর আরও বাড়ানো হবে কি না, সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৪ মে) জানাবেন। সেদিন কয়েকটি জেলার জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় এই ‘সাধারণ ছুটি’র বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দেবেন বলে সরকারের একটি সূত্র জানিয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিকভাবে ভিডিও কনফারেন্স করে বিভিন্ন দিক-নির্দেশনা দিয়ে আসছেন সরকারপ্রধান। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে কয়েকটি জেলার মাঠ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন সরকারপ্রধান।  

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “১৬ মের পরে সরকারি ছুটি বাড়বে কি বাড়বে না, বৃহস্পতিবারের ভিডিও কনফারেন্স থেকে প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত জানিয়ে নতুন নির্দেশনা দেবেন।”

ছুটি বাড়াতে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিলে এরপর কোন কোন শর্তে সেই ছুটি কার্যকর করা হবে তা জানিয়ে আদেশ জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১৬ মের পর সরকারি ছুটি বাড়ানোর কোনো সিদ্ধান্ত ইতোমধ্যে হয়েছে কি না জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ বুধবার গণমাধ্যমকে বলেন, তারাও বৃহস্পতিবারের ভিডিও কনফারেন্সের দিকে নজর রাখবেন। “সেখান থেকে কোনো নির্দেশনা এলে তার আলোকে আমরা সঙ্গে সঙ্গে প্রজ্ঞাপন জারি করব।”

৪ দিনের জন্য অফিস ‘খুলবে না’: ঈদের আগে মাত্র চারদিনের জন্য অফিস-আদালত আর না খুলে সাধারণ ছুটি বাড়ানো হবে বলেই মনে করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ২৫ মে ঈদ হবে এমনটা ধরে নিয়ে আগামী ২৪, ২৫ ও ২৬ মে রোজার ঈদের ছুটি নির্ধারণ করা আছে। ঈদ ২৬ মে হলে ছুটি একদিন বেড়ে ২৭ মে-তেও ঈদের ছুটি থাকবে। তার আগে ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা আছে। ছুটি না বাড়লে ১৭ থেকে ২০ মে চারদিন অফিস খোলা রাখার সুযোগ আছে। ২১ মে শবে কদর এবং ২২ ও ২৩ মে শুক্র-শনিবারের সাধারণ ছুটি। ২৪ মে থেকে শুরু হবে ঈদের ছুটি।

করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ার প্রসঙ্গ টেনে একজন কর্মকর্তা বলেন, ঈদের আগে কয়েক দিনের জন্য অফিস যেন খোলা না হয় স্বাস্থ্য মন্ত্রণালয় সেই সুপারিশ করেছে। “১৭-২০ মে এই চারদিন এবং ২৫ মে ঈদ হলে ২৭ ও ২৮ মে অফিস খোলা। এরপর ২৯ ও ৩০ মে শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি। সবকিছু বিবেচনায় মনে হচ্ছে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে।”

এনপি-১৮