দিরাই প্রতিনিধি
                        মে ১৩, ২০২০
                        
                        ০৯:৫৮ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : মে ১৩, ২০২০
                        
                        ০৯:৫৮ পূর্বাহ্ন
                             	
                        
            
    সুনামগঞ্জের দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে তিন শতাধিক পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১২ মে) দিনব্যাপী গ্রামের একদল স্বেচ্ছাসেবীর মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এসব পৌঁছে দেওয়া হয়।
করোনা সংকটের কারণে কর্মহীন ৩১৫টি পরিবারের মাঝে ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি পেঁয়াজ, আধা কেজি রসুন, ১ কেজি চিনি, ১ কেজি ময়দা, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ২শ গ্রাম গুড়ো মসলা ও একটি সাবান প্রদান করা হয়েছে।
স্থানীয় সাংবাদিক আবু হানিফ চৌধুরী জানান, গ্রামের রাস্তাঘাট ও কবরস্থানের উন্নয়নে বিশেষ অবদান রেখে আসছেন যুক্তরাজ্য প্রবাসীরা। পবিত্র রমজান মোবারকে করোনা সংকটে কর্মহীন মানুষের কথা চিন্তা করে প্রবাসীরা এমন উদ্যোগ নেন। গ্রামের একদল স্বেচ্ছাসেবী তা নিজ দায়িত্বে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন।
এএইচ/আরআর