বিশ্বনাথ প্রতিনিধি
মে ১৩, ২০২০
০৯:২৯ পূর্বাহ্ন
আপডেট : মে ১৩, ২০২০
০৯:২৯ পূর্বাহ্ন
করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সুরক্ষায় তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১২ মে) দুপুরে সোসাইটির নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের হাতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি মেডিকেলের চিকিৎসকদের সুরক্ষার জন্য ৪০টি হ্যান্ড স্যানিটাইজার (হ্যাক্সিসল), ২শ পিস হ্যান্ড গ্লাভস, ১শ পিস (নোজাপিনসহ) মাস্ক ও ১শ পিস হেডক্যাপ প্রদান করেন।
গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার সাবেক ও বর্তমান নেতাদের সহযোগিতায় বিশ্বনাথ উপজেলার নির্বাহী কর্মকর্তার নিকট সুরক্ষাসামগ্রী হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ-আল জাবেদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলতাব হোসেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি ডা. শাহনুর হোসাইন, সাধারণ সম্পাদক ডা. হোসেন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক ডা. আবুল বশর মো. ফারুক, প্রচার সম্পাদক ডা. আব্দুস সালাম, সদস্য ডা. এম জে এ খায়ের প্রমুখ।
এমএ/আরআর