বিশ্বনাথ প্রতিনিধি
মে ১৩, ২০২০
০৯:২৩ পূর্বাহ্ন
আপডেট : মে ১৩, ২০২০
০৯:২৩ পূর্বাহ্ন
গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (১২ মে) ভোরে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংরাওলী গ্রাম থেকে ১৪টি চোরাই গরুসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাই কাজে ব্যবহৃত দু'টি পিকআপ জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংরাওলী গ্রামের উস্তার আলীর পুত্র ইসলাম উদ্দিন (২৮) ও মৃত ইউনুছ আলীর পুত্র নিজাম উদ্দিন (২৫)।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্ম্মার নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে আটক করে।
চোরাই গরুসহ দু'জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, ধারণা করা হচ্ছে গরুগুলো ছাতক উপজেলা থেকে আনা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএ/আরআর