ঈদ উপহারও দেবে আব্দুল জব্বার জলিল ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক


মে ১৩, ২০২০
০৯:০১ পূর্বাহ্ন


আপডেট : মে ১৩, ২০২০
০৯:০১ পূর্বাহ্ন



ঈদ উপহারও দেবে আব্দুল জব্বার জলিল ফাউন্ডেশন

অসহায় কর্মজীবী ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় সেবা প্রদানের পর এবার ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহারও প্রদান করবে আব্দুল জব্বার জলিল ফাউন্ডেশন।   

সূত্র জানায়, ফাউন্ডেশনের উদ্যেগে সিলেট নগরের বাসিন্দাদের সহযোগিতার জন্য যাত্রা শুরু করে জরুরি সেবামূলক কল সেন্টার খোলা হয়। আব্দুুল জব্বার জলিল ফাউন্ডেশন ও আটাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট সিলেট অঞ্চলের সভাপতি আব্দুল জব্বার জলিলের উদ্যোগে এই কল সেন্টার খোলার পর থেকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছে। এরই ধারাবাহিকতায় চলমান প্রক্রিয়ায় পবিত্র ঈদুল ফিতরে অসহায় মানুষের মধ্যে নতুন সংযোজন উপহার সামগ্রী বিতরণ করতে উদ্যোগ নিয়েছে ফাউন্ডেশনটি।

আব্দুুল জব্বার জলিল ফাউন্ডেশন ও আটাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট সিলেট অঞ্চলের সভাপতি আব্দুল জব্বার জলিল বলেন, দেশের এই কঠিন সময়েও আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষকে সাহায্য করা হয়েছে। কল সেন্টার খোলার পর থেকে মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। অনেকে আমাদের এই কল সেন্টার থেকে সাদরে খাদ্যসামগ্রী গ্রহণ করেছেন। তাই আমরা চলমান প্রক্রিয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। এখন থেকে আমরা পবিত্র ঈদুল ফিতরের উপহার মানুষের দোরগোড়ায় পৌছানোর ব্যবস্থা করেছি। 

তাই উপহার সেবা গ্রহণ করার জন্য ০১৭৩৩৩০৯৮৬২ ও ০১৭৩৩৩০৯৮৬৩ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। ‌প্রতিদিন সাড়ে ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কল করে সেবাগ্রহীতারা নাম তালিকাভুক্ত করতে পারবেন। এখানে সেবা গ্রহীতাদের নাম পরিচয় গোপন রেখে আমাদের পবিত্র ঈদুল ফিতরের উপহার সেবা বাসায় পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

বিএ-১৩