ওসমানীনগর প্রতিনিধি
মে ১৩, ২০২০
০৩:১৫ পূর্বাহ্ন
আপডেট : মে ১৩, ২০২০
০৩:৫৫ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে বালু ভর্তি পিকআপ উল্টে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত (৫৫) হয়েছেন। মারাত্মক আহত হয়েছেন আরো একজন (৩০)। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার ব্রাহ্মণগ্রামে এ দুর্ঘটনাটি হয়।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি মো. এরশাদুল হক ভূইয়া জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে বালু ভর্তি পিকআপ (সিলেট মেট্রো-ন-১১-০৫৪৩) দুজন লোকসহ সিলেট থেকে নবীগঞ্জ যাবার সময় ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছলে হঠাৎ করে বিকটশব্দে পিছনের দুটি চাকা ফেটে যায়। এ সময় পিকআপটি মহাসড়কে উল্টে গেলে বালির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা একজন মারা যান। মারাত্মক আহত হয় আরো একজন।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পিকআপটি আটক করা গেলেও চালক পলাতক। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
ইউডি/বিএ-০৬