সিলেট মিরর ডেস্ক
মে ১২, ২০২০
০৮:৫৪ অপরাহ্ন
আপডেট : মে ১২, ২০২০
০৮:৫৫ অপরাহ্ন
করোনাভাইরাসের কারণে অনিশ্চয়তার মুখে পড়া এসএসসি পরীক্ষার ফল চলতি মাসেই প্রকাশ করা হতে পারে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক গতকাল সোমবার (১১ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান।
অধ্যাপক জিয়াউল বলেন, ‘এ মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। মনে হয় এ মাসেই ফল প্রকাশ করতে পারব।’ তবে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা কবে শুরু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট তারিখ হয়নি বলে জানান তিনি।
গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তাতে মোট পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ২০ লাখ। অন্যদিকে গত ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। এবারের এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩ লাখের বেশি।
এনপি-০৩