সিলেট মিরর ডেস্ক
মে ১২, ২০২০
০১:০৬ অপরাহ্ন
আপডেট : মে ১২, ২০২০
০১:১৫ অপরাহ্ন
দিন যত গড়াচ্ছে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের হার বেড়েই চলেছে। একদিনের হিসেবে সাতশ এর ঘরে কয়েকদিন অবস্থান করে সোমবার হাজার ছাড়িয়েছে ২৪ ঘন্টায় শনাক্তের হিসেব। সোমবার নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৬৯১। যদিও বিশেষজ্ঞরা দাবি করছেন, প্রকৃত আক্রান্তের সংখ্যা এর চেয়ে অনেক বেশি।
সোমবার রেকর্ড পরিমাণ আক্রান্তের কারণে বিশ্ব র্যাংকিংয়ে বাংলাদেশ উঠে এসেছে ৩৪ নম্বরে। গত ৫ মে বাংলাদেশের অবস্থান ছিল ৩৭। বাংলাদেশ ছাড়িয়ে গেছে আরকাইন, রোমানিয়া, ইন্দোনেশিয়াকে।
আক্রান্তের সংখ্যায় আজ পর্যন্ত যথারীতি শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৩ লাখ ৬৭ হাজার ৯৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মাঝে মৃত্যু হয়েছে ৮০ হাজার ৭৮৭ জনের। দ্বিতীয় স্থানে থাকা স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৬৬৩ এবং মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬২১ জনের। যুক্তরাজ্যকে পেছনে ফেলে তিন নম্বরে উঠে এসেছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ২ লাখ ২১ হাজার ৩৪৪ জন এবং মৃত্যু হয়েছে ২হাজার ৯ জনের।
এএফ-০২