অবশেষে বড়লেখায় বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত

বড়লেখা প্রতিনিধি


মে ১২, ২০২০
০৭:১৫ পূর্বাহ্ন


আপডেট : মে ১২, ২০২০
০৭:১৫ পূর্বাহ্ন



অবশেষে বড়লেখায় বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত

অবশেষে মৌলভীবাজারের বড়লেখায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতারা। আগামিকাল ১২ মে (মঙ্গলবার) থেকে ১৭ মে পর্যন্ত বিপনিবিতান বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছেন তারা। সোমবার (১১ মে)  বিকেলে উপজেলা চেয়ার‌ম্যান ও পৌর মেয়রের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, ঈদকে সামনে রেখে সীমিত আকারে স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা বজায় রেখে ১০ মে  থেকে ব্যবসায়ীদের বিপণিবিতান ও দোকানপাট খোলার অনুমতি দেয় সরকার।সরকারের ঘোষণা অনুযায়ী দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল রবিবার (১০ মে) বড়লেখায়  বিপণিবিতান ও দোকানপাট খোলা শুরু করেন ব্যবসায়ীরা। কিন্তু এতে অনেকেই সামাজিক দূরত্ব মানেননি। ফলে করোনা বিস্তারের ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই দ্রুত এসব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের দাবি তুলেন।

এদিকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সোমবার (১১ মে)  বিকেলে বড়লেখা পৌর মেয়রের কর্যালয়ে উপজেলা চেয়ার‌ম্যান সোয়েব আহমদ ও পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। দীর্ঘ আলোচনার পর ব্যবসায়ীরা আগামিকাল ১২ মে থেকে ১৭ মে পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিন্ধান্ত নেন।

বৈঠকে বড়লেখা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলা উদ্দিন ডিলার ও সাধারণ সম্পাদক ছাদ উদ্দিন, সহসভাপতি সাইদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী বলেন, বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে মার্কেট বন্ধ রাখার বিষয়ে আমরা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে আলোচনা করেছিলাম। পরে তারা আগামিকাল ১২ মে থেকে ১৭ মে পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছেন।

এজেএল/বিএ-১১