পিসিআর মেশিন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে সিলেটে বামজোটের মানববন্ধন

সিলেট মিরর ডেস্ক


মে ১২, ২০২০
০৬:২১ পূর্বাহ্ন


আপডেট : মে ১২, ২০২০
০৬:২১ পূর্বাহ্ন



পিসিআর মেশিন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে সিলেটে বামজোটের মানববন্ধন

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরিক্ষার জন্য পিসিআর মেশিনের সংখ্যা বৃদ্ধি, চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করাসহ ১১ দফা দাবিতে সিলেটে বাম গণতান্ত্রিক জোট সিলেটের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১১ মে) বেলা ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিপিবি সিলেট জেলার সহসাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোট সিলেটের সমন্বয়ক খায়রুল হাছানের সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য রেজাউর রহমান রানার সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সংগঠক আব্দুল হাসিব প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দেশ আজ ভয়াবহ সংকটের মধ্যে আছে। সরকার প্রথম থেকেই করোনা পরিস্থিতিকে সামাল দিতে পারছে না। বামজোট সবাইকে নিয়ে এই দুযোর্গ মোকাবেলায় একটি কমিটি করার প্রস্তাব দিলেও সরকার তাতে রাজি হয়নি। আমরা দেখছি সারাদেশে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে তবে এটা পূর্ণাঙ্গ চিত্র না। আরও বেশি পরিক্ষা নিশ্চিত করতে না পারলে দেশের অবস্থা আরও ভয়াবহ হবে। তাই দেশের প্রতিটা জেলায় করোনা পরিক্ষার ল্যাব স্থাপন করতে হবে। দেশের প্রতিটা উপজেলা থেকে দক্ষ টেকনিশিয়ান দিয়ে নমুনা সংগ্রহ করতে হবে। সিলেটের সকল জেলায় আইসিইউ সুবিধা নিশ্চিত করতে হবে, পর্যাপ্ত ভেন্টিলেটরের ব্যবস্থা করতে হবে। তারসঙ্গে স্বাস্থ্যসেবার সাথে জড়িত সকলের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, ‘একদিকে দেশের মানুষ করোনা আতঙ্কে ভুগছে আর অন্যদিকে মানুষের ঘরে খাবার নেই। সরকার বলছে দেশে পর্যাপ্ত খাদ্য আছে কিন্তু দেশের মানুষের কাছে সেই খাদ্যসামগ্রী পৌঁছে না। যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে তাও সরকারদলীয় নেতারা লুট করে নিচ্ছে। এমন অবস্থা থেকে মুক্তি পেতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’ 

এনএইচ/বিএ-০৬