গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

গোলাপগঞ্জ প্রতিনিধি


মে ১২, ২০২০
০৫:২৭ পূর্বাহ্ন


আপডেট : মে ১২, ২০২০
০৬:০৫ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের উত্তর বাঘা মাঝের মহল্লায় পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে নিহত হয়েছেন শিল্পী বেগম (৩৮) নামের এক গৃহবধূ। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী এনাম উদ্দিন (৪৫) পলাতক রয়েছেন।

আজ সোমবার (১১ মে) দুপুরে বাঘা ইউনিয়নের উত্তর বাঘা মাঝের মহল্লায় এ ঘটনা ঘটেছে। নিহত শিল্পী বেগম দক্ষিণ বাঘা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে ও তিন পুত্র সন্তানের জননী।

জানা যায়, গত কয়েকদিন ধরে এনাম উদ্দিন দ্বিতীয় বিয়ের অনুমতি দেওয়ার জন্য স্ত্রী শিল্পী বেগমকে চাপ প্রয়োগ করছিলেন। এ নিয়ে সোমবার দুপুরে এনাম উদ্দিন ও শিল্পী বেগমের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে এনাম উদ্দিন উত্তেজিত হয়ে স্ত্রীর গলায় দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই শিল্পী বেগম মারা যান। 

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ অভিযুক্ত এনাম উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

এফএম/আরআর