গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের কার্যকারিতার পরীক্ষা শুরু হচ্ছে আজ

সিলেট মিরর ডেস্ক


মে ১১, ২০২০
১১:৪৬ অপরাহ্ন


আপডেট : মে ১১, ২০২০
১১:৪৬ অপরাহ্ন



গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের কার্যকারিতার পরীক্ষা শুরু হচ্ছে আজ

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তকরণ কিটের কার্যকারিতা পরীক্ষা আজ সোমবার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শুরু হবে। কার্যকারিতা পরীক্ষার জন্য বিএসএমএমইউকে প্রাথমিকভাবে ২০০ কিট হস্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র। পরে বিএসএমএমইউর চাহিদা অনুযায়ী আরও কিট দেওয়া হবে।

কিটের কার্যকারিতা পরীক্ষা শুরুর বিষয়টি বিএসএমএমইউ গঠিত কমিটি গতকাল রবিবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধিদলকে জানিয়েছে। এর আগে গত ৩০ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রকে বিএসএমএমইউতে কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। এরপর গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য একটি কমিটি করে বিএসএমএমইউ। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধিদল বিএসএমএমইউর কমিটির সঙ্গে বসেছিল। তারা জানিয়েছে, আজ থেকে কার্যকারিতা পরীক্ষা শুরু করবে। কিটের পরীক্ষার কার্যক্রম শেষ হতে সাত দিন লাগতে পারে।

 

এনপি-১৪