সিলেট মিরর ডেস্ক
মে ১১, ২০২০
০৯:৪৪ পূর্বাহ্ন
আপডেট : মে ১১, ২০২০
০৯:৪৪ পূর্বাহ্ন
বাংলাদেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ হাজার ২৭৭ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের হিসাবে ৯ মে পর্যন্ত সারাদেশে ৬৪৫ জন চিকিৎসক, ৪২৫ জন সিনিয়র স্টাফ নার্স এবং ওয়ার্ডবয়, ২০৭ জন মেডিকেল টেকনোলজিস্ট আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩৫ জন।
বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাস রবিবার (১০ মে) এসব তথ্য নিশ্চিত করে বলেন, শুরুতে চিকিৎসকদের আক্রান্তের হার বেশি হলেও এখন তা কিছুটা কমেছে। আগে প্রতিদিন ৩০-৩৫ জন আক্রান্ত হলেও এখন তা নেমে এসেছে ১০ থেকে ১৫ জনে।
সুরক্ষা সরঞ্জাম ব্যবহার বেড়ে যাওয়া এর কারণ উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন জায়গায় পিপিইর সরবরাহ বেড়েছে। চিকিৎসকরাও নিজেদের মতো করে পিপিই সংগ্রহ করছেন। এছাড়া চিকিৎসকদের মধ্যে সচেতনতাও বেড়েছে। তাই আক্রান্তের সংখ্যাও কমছে।
রবিবার পর্যন্ত বাংলাদেশে ১৪ হাজার ৬৫৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এই রোগে মারা গেছেন ২২৮ জন।
বিএ-১৭