সিলেট মিরর ডেস্ক
মে ১১, ২০২০
১২:৫১ পূর্বাহ্ন
আপডেট : মে ১১, ২০২০
০১:০৪ পূর্বাহ্ন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত ও মৃত্যু আগের সব রেকর্ডকে ভাঙল। গত একদিনে রেকর্ড সর্বোচ্চ ৮৮৭ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। যা একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। একই সময়ে সুস্থ হয়েছেন ২৩৬ জন।
আজ রবিবার (১০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
নতুন আরেকটি ল্যাবরেটরিসহ মোট ৩৬টিতে নমুনা পরীক্ষা হয়েছে জানিয়ে তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৬৪২টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় ৫ হাজার ৭৩৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ২২ হাজার ৬৫৭টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৮৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৫৭ জন।
তিনি বলেন, ‘আমাদের বিভিন্ন হাসপাতাল থেকে ঢাকা মেট্রোপলিটন হাসপাতাল, ঢাকা ডিভিশনের মধ্যে অন্যান্য জেলা হাসপাতাল, সারা দেশের বিভিন্ন বিভাগের হাসপাতালসহ আমাদের ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫০ জন।’
অধ্যাপক নাসিমা বলেন, ‘আজকে যেমন আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেশি, আজকে মৃত্যুর সংখ্যাও বেশি। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১৪ জন। পুরুষ ১০ জন, নারী ৪ জন। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২২৮ জন।’
এর আগে শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৬৩৬ জন, মৃত্যু হয় ৮ জনের। তার আগের দিন শুক্রবার শনাক্ত হয় ৭০৯ জন, মারা যায় ১ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।
এএফ-০৪